[১] আজ তেলেগু সিনেমার অভিনেতা নিখিলের বিয়ে
আমাদের সময়
প্রকাশিত: ১৪ মে ২০২০, ০৬:৪৬
কনে নিখিল সিদ্ধার্থের দীর্ঘ দিনের বন্ধু ডা. পল্লবী শর্মা। হায়দরাবাদে নিখিলের বাগানবাড়িতে হিন্দু রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এসময় দুই পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন। টাইমস অব ইন্ডিয়া এ খবর প্রকাশ করেছে। [৩] জানা যায়, সকাল ৬টা ৩১ মিনিটে বিয়ের অনুষ্ঠান হবে। বিয়েতে দুই পরিবারের সদস্য ছাড়া আর কেউ উপস্থিত থাকবেন না বলেই জানা যাচ্ছে। গত ১৬ এপ্রিল সাতপাকে বাঁধা পড়ার কথা ছিল তাদের। কিন্তু করোনা পরিস্থিতির কারণে বিয়ে স্থগিত রেখেছিলেন দুই পরিবার। তবে যেহেতু করোনার এই পরিস্থিতি থেকে খুব শিগগির বের হওয়ার কোনো সুযোগ নেই, তাই আজই বিয়ের অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেয় দুই পরিবারের সদস্যরা।